Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড দলে গৃহবিবাদ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

অ্যাডিলেড টেস্ট শেষে সংবাদ সম্মেলনে একটা বড় ভুল করে ফেলেছেন জো রুট। অ্যাশেজে টানা দুই ম্যাচ হারের সব দায় দলের পেস বোলারদের ঘাড়ে ফেলেছেন। বলেছেন, বারবার একই ভুল করছেন বোলাররা। দুই টেস্টেই যেখানে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের মূল হন্তারক ছিল, সেখানে এভাবে একপেশেভাবে বোলারদের দায়ী করাটা স্বাভাবিকভাবে নেননি কেউ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সরাসরিই জিজ্ঞাসা করেছেন, তাহলে মাঠে রুট থাকেন কেন? অধিনায়ক হিসেবে রুটেরই দায়িত্ব বোলারদের সঠিকভাবে বোলিং করানো।
ইয়ান চ্যাপেল, মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররাও রুটের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন। আর এবার দলের ভেতর থেকেই মন্তব্য এল। বোলারদের এককভাবে দায়ী না করে ব্যাটসম্যানদের, অর্থাৎ জো রুটদেরও দায় নিতে বলেছেন দলটির মূল বোলার জিমি অ্যান্ডারসন।
প্রথম টেস্টে ৯ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টেও ২৭৫ রানের হার। দুই টেস্টেই ইংল্যান্ডের ব্যাটিং বা বোলিং- কোনোটিই আশানুরূপ ছিল না। প্রতি ম্যাচেই ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন ইংলিশ ওপেনাররা। অন্যদিকে ইংলিশ পেসাররাও যে খুব ভালো করছেন, এমন নয়। অ্যাডিলেডে কোনো বিশেষজ্ঞ স্পিনার না নিয়ে নামা ইংল্যান্ডকে হতাশ করেছেন পেসাররা। অনিয়মিত বোলার জো রুট ও ডেভিড ম্যালানই বেশি সফল ছিলেন তাঁদের তুলনায়।
ম্যাচ শেষে তাই পেসারদের কাঠগড়ায় তুলেছিলেন রুট। বলেছেন অস্ট্রেলিয়ার পেসারদের কাছ থেকেও শিক্ষা নেয়নি তার বোলাররা। ফুল লেংথে বল না করে খাটো লেংথে বল করেছে ইংলিশ পেসাররা। সর্বকালের সবচেয়ে বেশি উইকেটশিকারি পেসার সেটা মানবেন কেন? টেলিগ্রাফে নিজের কলামে লিখেছেন, ‘পরিসংখ্যান বলছে, এটা অ্যাডিলেডের জন্য বানানো সবচেয়ে ব্যাটিং-সহায়ক উইকেটগুলোর একটি। এবং দিবারাত্রির ম্যাচগুলোতে এই প্রথম গোলাপি বল এত কম সাহায্য করেছে। আমরা এমন এক উইকেটে ভালো ব্যাট করিনি।’
দুই টেস্টের চার ইনিংসে ইংল্যান্ড যথাক্রমে ১৪৭, ২৯৭, ২৩৬ ও ১৯২ রান করেছে। দিবারাত্রির টেস্টের ইতিহাসেই সবচেয়ে ব্যাটিং-সহায়ক উইকেটে একবারও আড়াই শ পেরোতে পারেনি সফরকারীরা। ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন তাই ব্যাটসম্যানদেরই দায় দেখছেন। দেখছেন অধিনায়কত্বের ভুলও, বোলারের দৃষ্টিতে দেখলে, ‘আপনি সব সময় সঠিক লেংথে বল করতে চাইবেন। আমরা প্রথম দুদিনে সে চেষ্টাই করেছি। হয়তো আমাদের কিছু সময় আরেকটু সামনে বল ফেলা উচিত ছিল। কিন্তু আমরা বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছি, যেগুলো নেওয়া হয়নি। আমাদের ম্যাচ বিশ্লেষণ করায় আরও ভালো হতে হবে। ম্যাচ শেষে আমরা বলতে পারি না, বোলারদের আরও সামনে বল করা উচিত ছিল। একটা দল হিসেবেই আমাদের আরও সক্রিয় হতে হবে।’
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নিজেদের ভুল শুধরে লড়াইয়ে ফিরতে পারবে তো ২ ম্যাচে দুই হারে পিছিয়ে থাকা ইংলিশ শিবির!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ