Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীসহ সুগন্ধায় ঝাঁপ দিয়ে বাঁচলেন

পাথরঘাটার ইউএনও

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে বাঁচার সময় তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে গেছে। বর্তমানে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউএনও মোহাম্মদ আল মুজাহিদ জানান, ঢাকা থেকে অফিশিয়াল কাজ সেরে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তারা লঞ্চে বরগুনার উদ্দেশে যাত্রা করেন। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভাঙে। তখন তিনি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যান। এরপর তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে লঞ্চের সামনের দিকে চলে যান। সেখানে কয়েকশ’ লোকের ভিড় ছিল।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, লঞ্চে থাকা বৃদ্ধ এবং শিশুরাই বেশি হতাহত হয়েছেন। এছাড়া লঞ্চে অনেক নারী ছিলেন যারা নদীতে লাফিয়ে পড়েছেন। কিন্তু তীরে উঠতে পেরেছেন কি না এ নিয়ে সংশয় রয়েছে।
এসময় লঞ্চটি সুগন্ধা নদীর মাঝখানে অবস্থান করছিল। অনেককেই নদীতে লাফিয়ে বাঁচতে চেষ্টা করতে দেখা গেছে বলে জানান তিনি। ধোঁয়ায় আচ্ছন্ন লঞ্চ থেকে তারাও লাফ দিলে তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যান। তখন তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।



 

Show all comments
  • Sumaia Rahman Akhi ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ এএম says : 0
    আমার মতো অনেকের মনে কিছু প্রশ্নঃ ১)এর দায় কে নেবে? ২) ক্ষতি পূরণ হিসেবে দেওয়া কিছু টাকাই কি আসলে এর সমাধান? ৩) লঞ্চে যখন সমস্যা ছিল তবে কেন তা সম্পূর্ণ মেরামত না করে এখন ও চলছিল? ৪) কিছু টাকা উপার্জনের জন্য কেন এতগুলো মানুষের জীবন শেষ করে দিল? এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে দায়িত্বে থাকা প্রত্যেককে, হয়তো এপারে তা না হলে ওপারে..
    Total Reply(0) Reply
  • Asadul Islam ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ এএম says : 0
    এ অবর্ণনীয় ক্ষ‌তির সম‌বেদনা জানা‌নোর ভাষা নেই। মহান সৃ‌ষ্টিকর্তা সকল‌কে হেফাজত করুন।
    Total Reply(0) Reply
  • Shahanara Begum ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:৪৫ এএম says : 0
    কত তদন্ত কমিটি গঠন করে কাজের কাজ তো কিছুই হয়না। ২/৪ দিন ফালাফালি চলবে তারপর সব চুপ। দায়িত্বহীনতার বলি হচ্ছে সাধারণ মানুষ তাতে কার কি এসে যায়?
    Total Reply(0) Reply
  • Noman Mobarak ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:৪৫ এএম says : 0
    এগুলো মৃত মানুষ না, এখানে জীবন্ত মানুষকে কবর দেয়া হচ্ছে। আমার মতে মালিকপক্ষ একমিনিট ও অপেক্ষা করেনা ভাড়া বাড়াতে। অথচ যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য কোনরকম সেফটি রাখেনা লঞ্চের মধ্যে। যাত্রীদের রক্ত চোষন করা মালিকগন শুধু জানে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিতে। নৌপরিবহনের দ্বায়িত্ব থাকা লোকগুলোতো হচ্ছে এদেশের রাজা। তাদেরকে কোন জবাব দিতে হয়না দূর্ঘটনার জন্য।
    Total Reply(0) Reply
  • Md Parves Hossain ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:৪৬ এএম says : 0
    আহারে জীবন!!!! জীবন আমাদের কতকিছুই শিক্ষা দেয়-দিতে চায়। লঞ্চটি এক নদী পানির উপর ভেসে থাকলেও আগুন নেভানোর জন্য একফোঁটা পানিও কাজে লাগেনি । পানির উপর ভাসমান অবস্থায়ই লঞ্চটি আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। প্রকৃতির কাছে আমরা কত অসহায়!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান-১০


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ