Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১০:৩৫ এএম

রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহতের ঘটনায় গাড়ি চালক মো. মোর্শেদ আলমকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ১০-এর সিনিয়র সহকারী পরিচালক এনায়েত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় আমরা গাড়িচালক মোর্শেদকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির বৈধ চালক কিনা এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ