Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিআরটিএ’র সহকারী পরিচালক গ্রেফতার

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গাড়ির ভুয়া লাইসেন্স দেওয়া ও লাইসেন্স ফি সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রাক্তন সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, দুদক উপপরিচালক এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করেছে। দুর্নীতির অভিযোগে কক্সবাজার থানায় পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলার প্রধান আসামি আবু আশরাফ সিদ্দিকি। শিগগিরই তাকে বিচারিক আদালতে তুলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআরটিএ’র সহকারী পরিচালক গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ