Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজাভর্তি পিকআপসহ চালক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। ৫২ কেজি গাঁজাসহ চালক মো. মনির হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মহাসড়কের গৌরীপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ দল।

র‌্যাব জানায়, গ্রেফতার মনির হোসেন স্বীকার করেছেন কুমিল্লা ও ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা এবং চট্টগ্রামে পাচার করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এবং তার সহযোগীরা গাঁজা পাচার করে আসছিল।

মনির পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি গ্রামের আমির হোসেনের পুত্র। কুমিল্লা থেকে ৫২ কেজি গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিল মনির। র‌্যাবের অভিযানে তার সহযোগীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার মূল্য সোয়া পাঁচ লাখ এবং পিকআপের মূল্য ২০ লাখ টাকা জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ