Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন ট্যাক্সি চালক গ্রেফতার

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের মিশিগান রাজ্যের কালামাজো নগরীতে নির্বিচারে গুলিবর্ষণে ছয় জন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা’র খবরে বলা হয়েছে, অনলাইন ট্যাক্সি কোম্পানি উবেরের এক চালককে গ্রেফতার করা হয়েছে। তার নাম জেসন ব্রায়ান ডেলটন (৪৫)। তিনটি স্থানে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। হামলায় ১৪ বছরের শিশুসহ দুই জনের অবস্থা এখনও গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উবের কোম্পানি তার গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেছে, অতীতে তার সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়েছিল এবং তার নামে কোন অপরাধের রেকর্ড ছিল না। উবেরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান বলেন, তার ব্যাপারে যেকোন ধরণের তদন্তে আমাদের সাধ্য অনুযায়ী পুলিশকে সহায়তা করার কথা বলা হয়েছে। একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে গুলিতে এক নারী গুরুতর আহত হন। এছাড়া একটা গাড়ির দোকানে গুলিতে দুই জন এবং একটি চেইন রেস্টুরেন্টে আরো চার জন গুলিতে নিহত হন। রেস্টুরেন্টে গুলিতে এক কিশোরিও গুরুতর আহত হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন ট্যাক্সি চালক গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ