Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানি-আফগান উভয়কেই টার্গেট করে আইএস-কে

মার্কিন প্রতিবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

চলতি সপ্তাহে প্রকাশিত সন্ত্রাসবাদের ওপর সর্বশেষ মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে নামে পরিচিত গ্রুপটি ‘আফগানিস্তানে অবস্থিত পাকিস্তানি ও আফগান উভয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং প্রাথমিকভাবে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, আফগান তালেবান, আফগান তালেবানের প্রাক্তন সদস্য এবং ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান সদস্যদের নিয়ে গঠিত।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক রিপোর্ট অনুমান করে যে, আইএস-কে’র এখনও প্রায় ১ হাজার যোদ্ধা রয়েছে যারা আফগানিস্তানে থেকে কাজ করে। প্রতিবেদনে গ্রুপের কার্যক্রমের ক্ষেত্রগুলোকে আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্য এশিয়া হিসাবে বর্ণনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খান গত রোববার ইসলামাবাদে ওআইসি সভায় তার ভাষণে বলেছিলেন যে, আইএস-কে পাকিস্তানে হামলা চালানোর জন্য তাদের আফগান সেল ব্যবহার করছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই অবশ্য আফগানিস্তানে হামলা চালানোর জন্য পাকিস্তানের মাটি ব্যবহার করছে বলে অভিযোগ করে তার পাল্টা যুক্তি দেন।
মার্কিন প্রতিবেদনে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেও স্পষ্টভাবে বলে যে, আইএস-কে ‘আফগানিস্তানে অবস্থিত’। যদিও তারা পাকিস্তানের উপজাতীয় এলাকা থেকে জঙ্গিদের নিয়োগ করে। স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী, আইএস-কে তার মূল সংগঠন, জঙ্গি ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) থেকে কিছু অর্থায়ন পায়। অতিরিক্ত তহবিল ‘অবৈধ অপরাধমূলক বাণিজ্য, কর এবং চাঁদাবাজি’ থেকে আসে বলে প্রতিবেদনে যোগ করা হয়েছে। আইএস-কে-এর নেতৃত্ব নিহত আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য অঙ্গীকার করেছে। এটি ২০১৫ সালে গৃহীত হয়েছিল।
মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গোষ্ঠীটি আফগানিস্তানে বেসামরিক ও আফগান বাহিনীর বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলা, ছোট অস্ত্র হামলা এবং অপহরণ করেছে। গোষ্ঠীটি পাকিস্তানে বেসামরিক নাগরিক ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার দায়ও স্বীকার করেছে।
কোন পার্থক্য
মার্কিন প্রতিবেদনে আইএস-কে-এর কার্যকলাপের বিশদ বিবরণ দেখায় যে, সন্ত্রাসী হামলা চালানোর সময় গোষ্ঠীটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে পার্থক্য করে না। এটি নিয়মিতভাবে উভয় দেশের বেসামরিক নাগরিক, সশস্ত্র বাহিনীর সদস্য এবং এমনকি স্কুল ও ইবাদাতখানাও লক্ষ্যবস্তু করে। ২০১৬ সালে আইএস-কে আফগানিস্তানে একটি পাকিস্তানি কনস্যুলেটে হামলা করে। এতে সাত আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়। কাবুলে একটি শান্তিপূর্ণ বিক্ষোভে বোমা হামলায় আনুমানিক ৮০ জন নিহত হয়। কোয়েটার একটি হাসপাতালে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় ৯৪ জন নিহত হওয়ার দাবি করেছে এবং বেলুচিস্তানে একটি মাজারে বোমা হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
২০১৭ সালে জঙ্গি সংগঠনটি কাবুলে ইরাকি দূতাবাসে হামলা চালিয়ে দুই জনকে হত্যা করে; পশ্চিম আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলায় ২৯ জন নিহত হয়; কাবুলের একটি শিয়া পাড়ায় দুবার আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে, যাতে ২০ জনেরও বেশি নিহত হয়; সিন্ধুতে একটি সুফি মাজারে হামলায় ৮৮ জন নিহত এবং বেলুচিস্তানে একটি নির্বাচনী সমাবেশে হামলায় ১৪৯ জন নিহত হয়।
২০১৯ সালে, আইএস-কে কাবুলে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি হামলার দায় স্বীকার করে, যাতে সাতজন নিহত হয়। গোষ্ঠীটি সেই বছর কাবুলে একটি বিবাহ হলে আত্মঘাতী বোমা হামলার দায়ও স্বীকার করে, যাতে নিহত হয় ৮০ জন। সেই বছরের শেষের দিকে আইএস-কে নানগারহারের একটি মসজিদে বোমা হামলা করে এবং ৭০ জনকে হত্যা করে।
২০১৯ সালে আইএস উপদল বেশ কয়েকটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছিল এবং পরাজয়-আইএস কোয়ালিশন এবং তালেবান বাহিনী উভয়ের আক্রমণের মুখে নানগারহারে তার বেশিরভাগ অঞ্চল হারিয়েছিল। সূত্র : ডন অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ