বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় ৪ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ সংযোজনের পর শেরে বাংলা মেডিকেল কলেজে স্থাপিত বরিশালের একমাত্র আরটি-পিসিআর ল্যাবের মেশিনটি সচল হয়েছে।
ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন নামের সরবারহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বুধবার বরিশালে এনে মেশিনটি সচল করতে সক্ষম হয়। মেশিনটি সচল হবার পর নিজস্ব ব্যক্তিদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষামূলক করোনার পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল ডা. মো: মনিরুজ্জামান।
গত বছরের ৮ এপ্রিল বরিশালে প্রথম আরটি পিসিআর ল্যাব চালু করার পর থেকে এ পর্যন্ত তিনবার মেশিনটি নষ্ট হয়েছে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর মেশিনটি পুনরায় বিকল হলে ভোলা জেনারেল হাসপাতালে স্থাপিত অপর আরটি-পিসিআর মেশিনের সাহায্যে গোটা বরিশাল বিভাগের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। ফলাফল পেতে ৭২ থেকে ৯৬ ঘন্টা পর্যন্ত সময় লাগছিল। বরিশালের ল্যাবটি চালু হওয়ায় সে বিড়ম্বনা দুর হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।