Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাড়ে ৩ মাস কারাভোগের পর মুক্তি পেলো ১৩ ভারতীয় জেলে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ২:৫২ পিএম

বাংলাদেশের পানিসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে। তিন মাস ২০ দিন বাগেরহাটের জেলে হাজতে কারাভোগের পর আজ বৃহস্পতিবার তাদের মুক্তি দেয় আদালত। মুক্তির পর মোংলা থানা পুলিশ তাদের ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে। মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এ তথ্য জানান।
খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের চব্বিস পরগোনা জেলায় বলে জানায় ওসি মনিরুল ইসলাম।
মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের পানিসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ‘এফ বি পিতা মাতার আর্শিবাদ’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের নামে মামলা দিয়ে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। তিন মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস হয়েছে। পরবর্তীতে আইন ও বিধি অনুসরণ করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে সে দেশে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারামুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ