Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারামুক্তির পর শফিক রেহমান বারডেমে ভর্তি

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রায় ৪ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। গতকাল দুপুরে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান। মুক্তির পরপরই তাকে চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শফিক রেহমানের পরিবার ও বিএনপি থেকে জানানো হয়েছে।
কাশিমপুর কারাগার-২-এর জেলার নাশির আহমেদ জানান, সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র সোমবার রাতে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, তিনি (শফিক রেহমান) অসুস্থ। চিকিৎসার জন্য তাকে কাশিমপুর থেকে সরাসরি রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ৩১ আগস্ট শফিক রেহমান জামিন পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারামুক্তির পর শফিক রেহমান বারডেমে ভর্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ