Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটকে গেল ইরফান সেলিমের কারামুক্তি

হাইকোর্টের জামিনাদেশ চেম্বারে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের কারামুক্তি আটকে গেল। হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জাস্টিস। গতকাল রোববার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান চার সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেন। স্থগিত আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। গত ২৪ মার্চ স্থগিতাদেশের জন্য আবেদন জানায় সরকারপক্ষীয় আইনজীবীগণ। এরও আগে গত ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তাকে জামিন দেন।
প্রসঙ্গত: ২০২০ সাে
লর ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পরে সেই রুল চ‚ড়ান্ত করে তাকে জামিন দেন। ইরফান সেলিম ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের পুত্র।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারামুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ