Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তৃতীয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৭:১২ পিএম

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে তৃতীয়স্থান পেয়েছে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারত। বুধবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে ভারত ৪-৩ গোলে হারায় চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হকি উপহার দিয়ে ২ মিনিটে টানা চারটা পেনাল্টি কর্ণার (পিসি) পেয়ে চারবারের চেষ্টায় গোল আদায় করে নেয় ভারত। তাদের গোলদাতা হারমানপ্রীত (১-০)। মিনিট আটেক পর দারুণ নৈপূণ্যে করা আফরাজের গোলে সমতায় ফেরে পাকিস্তান (১-১)। ৩৩ মিনিটে পেনাল্টি কর্ণারে (পিসি) আবদুল রানার গোলে এবার এগিয়ে যায় পাকিস্তান (১-২)। ৪৫ মিনিটে সুমিতের দুর্দান্ত এক ফ্লিকে সমতায় ফেরে ভারত (২-২)। ৫৩ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। পিসি থেকে গোল করেন বরুণ কুমার (৩-২)। মিনিট চারেক পর ব্যবধান বাড়ান আকাশদ্বীপ সিং (৪-২)। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবধান কমান পাকিস্তানের নাদিম আহমেদ (৪-৩)। শেষে এই ব্যবধানে হার নিয়ে পাকিস্তান হতাশ হলেও মর্যাদার লড়াই জিতে উৎফুল্ল চিত্তে মাঠ ছাড়ে ভারতীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ