গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দেশের অপমৃত্যুর ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। এদিকে রাজধানীতে শিক্ষার্থী ও রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রাতে মহানগর প্রজেক্ট ও মুগ্ধা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এর একটি বাসার পাঁচতলা থেকে মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ সোমবার ) রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এর একটি বাসার পাঁচতলার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ওই বাসার লোকজনের মুখে জানতে পারি গ্রামের বাড়ি থেকে এক সপ্তাহ আগে ঢাকায় আসেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য। কি কারণে ফাঁসি দিয়েছে এ বিষয়টি এখনও জানা যায়নি।
তিনি আরো জানান, পটুয়াখালী জেলার মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সন্তান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।