Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো চীনের

আফগানিস্তানে শর্ত সাপেক্ষে মানবিক ছাড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে চীন। ওই প্রস্তাবে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষেত্রে মানবিক ব্যতিক্রমের জন্য একটি ব্যবস্থা প্রদানের কথা বলা হয়েছিল।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে চীনের একজন ক‚টনীতিক জানিয়েছেন, আফগানিস্তানের জন্য দায়ী নিষেধাজ্ঞা কমিটিকে ‘সম্পত্তি জব্দ করা থেকে অব্যাহতি’ প্রদানের অনুমতি দেয়ার প্রস্তাবের একটি অনুচ্ছেদ ‘তারা মুছে ফেলতে চায়’। যদিও চীন বিবেচনা করে যে, ‘আফগানিস্তানে আরও সহায়তার সুবিধার্থে এই ধরনের ছাড় দেয়া প্রয়োজন’, তবে শর্ত সাপেক্ষে এমন ছাড় দেয়ার বিষয়টির বিরোধিতা করে তারা। তাদের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছে রাশিয়া। চীন, যারা নীতিগতভাবে নিষেধাজ্ঞার বিরোধিতা করে, তারা ‘ধাপে ধাপে অব্যাহতি প্রক্রিয়ার বিরুদ্ধে,’ বলে অন্য ক‚টনীতিক নিশ্চিত করেছেন। চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত ঝাং জুন সোমবার এক টুইট বার্তায় বলেছেন, ‘মানবিক সহায়তা এবং জীবন রক্ষাকারী সহায়তা অবশ্যই আফগান জনগণের কাছে কোনো বাধা ছাড়াই পৌঁছাতে সক্ষম হবে।’ তিনি বলেন, ‘কৃত্রিমভাবে তৈরি করা শর্ত বা নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়।’

ধাপে ধাপে ছাড়ের বিতর্কিত অনুচ্ছেদ ত্যাগ করে, মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার দেরীতে একটি নতুন খসড়া জমা দিয়েছে যেখানে বলা হয়েছে যে, এক বছরের জন্য, মানবিক সহায়তার ক্ষেত্রে আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা লঙ্ঘন বলে গণ্য হবে না। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন যে, ‘ব্যাংকিং ব্যবস্থার তারল্য এবং স্থিতিশীলতার প্রয়োজন এখন জরুরী - শুধুমাত্র আফগান জনগণের জীবন বাঁচাতে নয়, মানবিক সংস্থাগুলোকে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করার জন্যও।’ সূত্র : এএফপি।



 

Show all comments
  • পায়েল ২২ ডিসেম্বর, ২০২১, ৩:০৫ এএম says : 0
    কোন শর্ত দেয়া চলবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ