Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে পাওয়া গেল ৮০০০ বছরের পুরনো মদ, চলছে গবেষণা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৩:৩৭ পিএম

চীনের প্রত্নতত্ত্ববিদরা ৮০০০ বছরের পুরনো মদ খুঁজে পেয়েছেন। বিষয়টি নিয়ে সরগরম আন্তর্জাতিক গবেষক মহলও। হেনান প্রদেশের পেইলিগ্যাং এলাকায় পাওয়া গিয়েছে এই পুরনো মদ। যা রাখা ছিল একটি মাটির পাত্রে।

জানা গিয়েছে, গত শুক্রবার ৮০০০ বছরের পুরনো এই মদের সন্ধান পান চীনের প্রত্নতত্ত্ববিদরা। পাশে আরও একটি মাটির পাত্র পাওয়া গিয়েছে। শোনা যায়, চীনের অত্যন্ত পুরনো একটি জনবসতি পেইলিগ্যাং। সেখান থেকে পাওয়া এই মদ আট হাজারেরও বেশি পুরনো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মনে করা হচ্ছে, মদ রাখার জন্য বিশেষভাবে মাটির পাত্রগুলি তৈরি করা হত। আর তা একবারই মদ তৈরির জন্য ব্যবহার করা হত। এটা থেকে মদ পান করা হত। খালি হয়ে যাওয়ার পর তা ফেলে দেয়া হত। সেই সময় নাকি মদ তৈরির জন্য লাল রঙের অ্যালকোহল দ্রবণ মোনাস্কাস এবং ক্লিস্টোথেসিয়া ব্যবহার করা হত।

ভাত থেকে তৈরি স্টার্চের উপাদনও পাওয়া গিয়েছে আট হাজার বছরের এই চীনা মদে। মদের এই পাত্রগুলি খুবই যত্ন সহকারে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা তা খতিয়ে দেখবেন বলেই জানান চাইনিজ অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্স প্রতিষ্ঠানের অধীনস্থ প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী গবেষক লি ইয়ংকিয়াং।

উল্লেখ্য, এর আগে জর্জিয়াতেও প্রায় আট হাজার বছরের পুরনো মদ পাওয়া গিয়েছিল। সেখানকার দু’টি স্থানে এই মদের সন্ধান পান গবেষকরা। মদ রাখার পাত্রের যে ভাঙা অংশ পাওয়া গিয়েছিল তাতে টারটারিক অ্যাসিডের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তার যেকে গবেষকদের অনুমান, প্রাচীনকালে আঙুরের রস ব্যবহার করে সেখানকার মানুষজন মদ তৈরি করতেন। অর্থাৎ দুই প্রদেশের মদের উপকরণে বিস্তর ফারাক রয়েছে। সূত্র: এশিয়ানেট নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ