Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রায় বিপন্ন দক্ষিণের জনজীবন

বোরো বীজতলা সহ সবজি ও গোল আলুর ক্ষতির আশংকা বাড়ছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ৭:১৭ পিএম

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পারদ প্রায় ৫ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জরুরী প্রয়োজন ছাড়া সোমবার কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। শিশু ও বয়স্কদের কষ্ট আরো বেশী। চিকিৎসকরা এসময়ে কম ও বেশী বয়স্কদের ঠান্ডা এড়িয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষকরে করোনা আক্রান্তদের কোনভাবেই ঠান্ডা লাগান যাবেনা বলেও সাবধান করা হয়েছে।

স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রার সাথে উত্তর-পূর্বের হিমেল হাওয়ায় কাঁপছে গোটা দক্ষিণের জনপদ। সোমবার সকালে বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। অথচ ডিসেম্বর মাসে আবহাওয়া বিভাগের মতে, বরিশালে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৪.৫ ডিগ্রী সেলসিয়াস।

নিম্নচাপ ‘জাওয়াদ’এ ভর করে গত ৫-৭ ডিসেম্বরই এ অঞ্চলে প্রায় ১শ মিলিমিটার বৃষ্টিপাতে মাঠে থাকা ৭৫ ভাগ আমন ছাড়াও বিভিন্ন ধরনের রবি ফসল আক্রান্ত হয়। ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১শ কোটি টাকা। সে রেশ না কাটতেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রায় বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’তে পড়তে যাচ্ছে। পাশাপাশি তাপমাত্রা অস্বাভাবিক হ্রাসের ফলে ফুলকপি,বাঁধাকপি টমেটো,গোলআলু সহ বিভিন্ন ধরনের রবিশস্যে ক্ষতির আশংকাও বাড়ছে। তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেলে গোল আলুর জমি ‘লেট ব্লাইট’ নামে ফাঙ্গাস’এ আক্রান্ত হবারও আশংকা প্রবল হয় ।

গত শুক্রবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস। শনিবারে তা ১২.১ ডিগ্রী সেলসিয়াসে হ্রাসের পলেও রোববারে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রীতে বৃদ্ধি পায়। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে সোমবার সকালেই তাপমাত্রার পারদ প্রায় ৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়ে ৯.৯ ডিগ্রীতে স্থির হয়। এমনকি রোববার দিনভরই বরিশালের আকাশে হালকা মেঘের আনাগোনার সাথে শেষরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশাও লক্ষ করা গেছে। বরিশালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াসের মত। যা স্বাভাবিকের ১.৫ ডিগ্রী কম।

আবহাওয়া বিভাগের মতে, বরিশাল সহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বহমান মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি তা আরো বিস্তার লাভ করতে পারে। এমনকি দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা আরো হ্রাসের সম্ভাবনার কথাও বলা হয়েছে। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে বিরাজমান। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপ আকারে সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ