Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা জেলার নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত শনিবার কেন্দ্রীয় দফতরে তা পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জমিয়াত সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছাদেক হাসান। সাভার ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছালেহ সভাপতি ও ধামরাই নান্নার নূরুল হক ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দীন সেক্রেটারি হিসেব নির্বাচিত হয়ে জমিয়াতুল মোদার্রেছীনের সকল কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যে মাদরাসা শিক্ষা, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উন্নয়নে আত্মনিয়োগ করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত শতাধিক মাদরাসা শিক্ষক-কর্মচারী উপস্থিত থেকে নবগঠিত কমিটির সভাপতি, সেক্রেটারিসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও মোবারকবাদ জানান। একই সাথে ঢাকা জেলা জমিয়াতুল মোদার্রেছীনকে আরো শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ