Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় প্রিন্সিপাল মাওলানা ছাইদুল হকের ইন্তেকাল

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক কেন্দ্রীয় নেতা, দেশবরেণ্য আলেমে দ্বীন মরহুম ওয়ারেছ আলীর মেঝো ছেলে ইসলামী চিন্তাবিদ ও ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী দিগদা ফাজিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা ছাইদুল হক আর নেই। দীর্ঘ দিন অসুস্থতার পর গত বুধবার দুুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। গত বুধবার রাতে মরহুমের জানাজার নামাজ নিজ প্রতিষ্ঠান দিগদা ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে দিগদা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে শরিক হয়ে মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খানসহ বিপুল সংখ্যক মুসল্লি। উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আতাউল হক আতা তার বড় ভাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ