পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক-এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলা শাখা জমিয়াতুল মোদার্রেছীনের নবগঠিত কমিটির একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীর সাথে গতকাল সৌজন্য সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
নেতৃবৃন্দ মাদরাসা শিক্ষা উন্নয়নে জমিয়াতুল মোদার্রেছীনের বিভিন্নমুখী পদক্ষেপ ও এশিক্ষা ধারাকে যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখায় প্রশংসা করেন। এসময় মাদরাসা শিক্ষায় বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। বিশেষ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনী, সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার নিয়োগ জটিলতা বিষয়সমূহে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী নেতৃবৃন্দগণকে আস্বস্ত করে বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে ইতঃপূর্বে মাদরাসায় বিদ্যমান অসংখ্য সমস্যার সমাধানের দাবি তুলে ধরা হলে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সে সকল দাবি সিংহভাগই পূর্ণ হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে অথবা নতুনভাবে সৃষ্টি হয়েছে সেগুলোও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টিতে অচিরেই সমাধান হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ যুগযুগ ধরে অবহেলিত ও বঞ্চিত। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্যেও তারা নিজেদের নূন্যতম সম্মানীটুকু পাচ্ছেন না। যা অত্যন্ত পরিতাপের বিষয়। কালের পরিক্রমায় দেশ এখন উন্নয়নশীলের তালিকাভুক্ত হলেও একদল শিক্ষক অসমতার মাঝে পরে আছে যাতে বর্হিবিশ্বে দেশের ভাব মর্যাদা ক্ষুন্ন হওয়ার সম্ভবনা থাকে। আশা করছি বিষয়টি প্রধানমন্ত্রী আমলে নিয়ে চলমান বাজেটেই নিরসনের পথ সুপ্রসন্ন করবেন।
তিনি আরো বলেন, গত ২৩ নভেম্বর প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় কিছু নতুন পদ সৃষ্টি হয়েছে। যার ফলে মাদরাসার জনবল শূন্যতা কিছুটা হলেও পূরণ হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিছুদিন পূর্বে অর্থমন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত পদসমূহের সিংহভাগই বাতিল ঘোষণা করেন। মাদরাসা শিক্ষার স্বার্থে সেসকল পদসমূহ পুনর্বহাল করা একান্ত জরুরি। নবসৃষ্ট পদসমূহের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক/ক্যটালগার পদটি বহাল থাকলেও কোন এক কুচক্রি মহলের ইন্দোনে প্রজ্ঞাপন কিংবা অফিস আদেশ জারী না করেই এ পদটির নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। যা শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রশ্নবিদ্ধ করছে। তাই অনতিবিলম্বে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক/ক্যটালগার পদে নিয়োগ প্রক্রিয়া চালু করার জোর দাবি জানাই। সাথে সাথে মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় এখনও যেসকল অসঙ্গতি রয়েছে, সেগুলো সংশোধন পূর্বক একটি সচ্ছ ও ত্রুটিহীন নীতিমালা প্রণয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়। সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন চরফ্যাশন উপজেলার নব নির্বাচিত সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. মুঈনুদ্দীন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহসভাপতি মাওলানা শরীফ মো. মনিরুল ইাসলাম, শিক্ষক কর্মচারী কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলামসহ নব নির্বাচিত কমিটির সদস্য মাওলানা মো. আবু তাহের, মাওলানা মো. রফিকুল ইসলাম, মাওলানা মো. শাহ কামাল, মাওলানা মো. শাহাদাৎ হোসেন, মো. নূর উদ্দীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।