Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে টাইফুন ‘রাই’য়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ৭:১৮ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। এখনও চলছে উদ্ধার কাজ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ বাসিন্দাকে। খবর আল-জাজিরার।

ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি; বন্যায় তলিয়ে গেছে বহু গ্রাম ও শহর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য জানায়।

শুক্রবার মধ্য ফিলিপিন্সের নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে অন্তত চারজন, পূর্বে সুরিগাও দেল নর্তে প্রদেশ, দক্ষিণে বুকিডনন এবং পশ্চিম ভিসায়াসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস বলছে, টাইফুন রাই ‘দক্ষিণ ফিলিপিন্সে এ পর্যন্ত আঘাত হানা শক্তিশালী টাইফুনগুলোর একটি’। ঝড়ের কারণে ঘরবাড়ি ‘ভেঙে টুকরো টুকরো’ হয়ে গেছে, ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হয়েছে বহু গ্রাম এবং পানিতে তালিয়ে গেছে বহু শহর। সংস্থাটি জানিয়েছে, এ টাইফুনের কারণে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সদস্যরা আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

ফিলিপিন্সের সংবাদমাধ্যম র্যা পলারের বরাতে খবরে বলা হলা, নিগ্রোস অক্সিডেন্টালে নিহত চারজনের মধ্যে ৬৪ বছর বয়সি এক নারীও রয়েছেন। যার মৃত্যু হয় স্যান কার্লোস এলাকায় তার বাড়িতে গাছ ভেঙে পড়ার কারণে।

ওই প্রদেশের গভর্নর ইউজেনিও হোসে ‘বং’ ল্যাকসন বলেন, টাইফুনের কারণে একটি হাসপাতালের জরুরি সেবাকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা কাবানকালান শহরের একটি জেলা থেকে আটকে পড়াদের উদ্ধারে লড়াই করছেন।

ইলোইলো শহরের মেয়র জেরি ট্রেনাস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ঝড়ে উড়ে আসা বাঁশের আঘাতে অন্তত এক বাসিন্দার মৃত্যু হয়েছে। আমি এমন ভয়ংকর অভিজ্ঞতা ও তীব্র বাতাসের মুখোমুখি আগে হইনি।

ফিলিপিন্সে প্রায়ই শক্তিশালী ঝড় আঘাত হানে। গতবছর নভেম্বরেও আরেক সুপার টাইফুন গনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটেছিল দেশটিতে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ