মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে তিব্বতে আণবিক, জৈবিক ও রাসায়নিক যুদ্ধের মহড়া চালিয়েছে চীন। ফলে ভবিষ্যতে লালফৌজ যে আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে সেই ইঙ্গিতই মিলেছে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।
মঙ্গলবার লালফৌজের একটি নিউজ পোর্টাল জানায় যে, গত নভেম্বর মাসে তিব্বতে মহড়া চালানো হয়। জানা গিয়েছে, ‘তিব্বত মিলিটারি রিজিয়ন’-এ এই সামরিক মহড়া হয়েছে ‘পিপলস লিবারেশন আর্মি’ তথা চীনা সেনাবাহিনীর ‘ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে’র তত্ত্বাবধানে।
উল্লেখ্য, চীনের পাঁচটি থিয়েটার কমান্ডের মধ্যে ভারতের সঙ্গে সীমান্তের দায়িত্বে রয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করেছে ভারত ও চীন। তাই তিব্বতে এই মহড়া নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
জানা গিয়েছে, লালফৌজের সামরিক মহড়ায় অংশ নেয় কয়েক হাজার সেনা। কাল্পনিক শত্রুর বিরুদ্ধে রকেট হামলা চালায় চীনা ফৌজের সশস্ত্র বাহিনী। শত্রুশিবির গুঁড়িয়ে দেওয়ার মহড়া চালায় সাঁজোয়া গাড়ি। তারপর গ্যাস মাস্ক ও বিশেষ পোশাক পরে আণবিক ও রাসায়নিক হামলা ব্যর্থ করার মহড়া চালায় চীনা বাহিনীর জওয়ানরা। সূত্র: হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।