Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুতার্তে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১১:২২ এএম

ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে আগামী বছরে অনুষ্ঠেয় দেশটির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট থাকার তার মেয়াদ শেষ হয়ে যাবে৷

ফিলিপাইন্সের ৭৬ বছর বয়সি এই রাজনীতিবিদ মে মাসের নির্বাচনে সিনেট পদে লড়বেন না৷ যদিও তিনি একমাস আগে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন৷ দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র নিশ্চিত করেছেন এই তথ্য৷

কমিশনের মুখপাত্র জেমস হিমেনেজ টুইটারে লিখেছেন, ‘‘সিনেট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন প্রেসিডেন্ট৷'' ফিলিপাইন্সের সংবিধান অনুযায়ী, দুতার্তের পক্ষে আরও এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়৷ তার ছয় বছরের মেয়াদকাল আগামী জুনে শেষ হবে৷

নিজের দেশে ‘‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ'' ঘোষণা করে বিপুল বিতর্কের জন্ম দেন দুতার্তে৷ সেসময় নিরাপত্তা বাহিনীর হাতে অনেকে প্রাণ হারান৷ বিষয়টি নিয়ে দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে তদন্ত হচ্ছে৷ অনেকে মনে করেছিলেন এই তদন্ত চলাকালে সিনেট পদে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে থাকবেন তিনি৷

অবশ্য, দুতার্তে কেন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন সে বিষয়ে তিনি নিজে, তার কার্যালয় থেকে কিংবা তার দলের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি৷ এর আগে শুরুতে তিনি ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন৷

২০০৭ সালের হিউম্যান সিকিউরিটি অ্যাক্টের উন্নত সংস্করণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ২০২০ সালের অ্যান্টি টেররিজম বিলটিকে৷ ফিলিপাইন্সের সেনাবাহিনী বলছে, পুরোনো আইনের অধীনে আধুনিক যুগের সন্ত্রাসবাদ মোকাবিলা কঠিন হয়ে পড়েছে৷ ফলে অনলাইনে নতুন সদস্য রিক্রুটমেন্ট ও সন্ত্রাসী পরিকল্পনার মতো অপরাধকে এর আওতায় আনা যাচ্ছে না৷ পরবর্তীতে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে জানান৷ কিন্তু তারপর আবার সিনেট পদে লড়ার ঘোষণা দিলেও শেষমেষ সেখান থেকেও তিনি সরে দাড়াচ্ছেন বলে ঘোষণা আসলো৷

বিশ্লেষকেরা মনে করছেন, দুতার্তের এই সিদ্ধান্তের অর্থ তিনি রাজনীতি থেকে সরে দাড়াচ্ছেন এমন নাও হতে পারে৷ ম্যানিলার দে লা সাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আন্থনিও কন্ত্রেরাস এই বিষয়ে বলেন, ‘‘বিষয়টি খুবই বিভ্রান্তিকর৷ তিনি সম্ভবত এমন কাউকে নিশ্চিত করেছেন যিনি তাদের পক্ষে কাজ করবেন এবং তাদের স্বার্থরক্ষা করবেন৷''

ফিলিপাইন্সে মে মাসের নির্বাচনে প্রেসিডেন্ট থেকে পৌরসভা অবধি ১৮ হাজার রাজনৈতিক পদে বেশ কয়েকহাজার মানুষ প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ দুতার্তের মেয়ে সারা ভাইস-প্রেসিডেন্ট পদে এবং ছেলে সেবাস্তিয়ান ডেভো শহরের মেয়র পদে লড়বেন৷ দুতার্তে প্রেসিডেন্ট হওয়ার আগে এই শহরের মেয়র ছিলেন৷ সূত্র: এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ