Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ৭:৫৯ পিএম

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বরিশালে ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাদী হয়ে ডা: মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

উল্লেখ্য, জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও এক নায়িকার সঙ্গে চরম কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত ফোনালাপ ফাঁস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান সম্প্রতি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি লোকচক্ষুর আড়ালে কানাডা পাড়ি দিলেও সেখানে ঢুকতে না পেরে মধ্যপ্রাচ্যের দুটি দেশে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে রোববার বিকালে দেশে ফিরে আত্মগোপনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ