Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকার ফোন আনলক করে ২০ লাখ টাকা চুরি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১:২৮ পিএম

চীনে হুয়াং নামে এক ব্যক্তিকে ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার আনলক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেমিকা যখন ঘুমাচ্ছিলেন, মোবাইল আনলক করার জন্য তার আঙুলের ছাপ নেন। সেটা দিয়ে প্রেমিকার ফোন খোলেন। কিন্তু ফোন থেকে প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ খোলার জন্য ফেসিয়াল রিকগনিশন-এর প্রয়োজন ছিল। হাতের ছাপ তো পেয়ে গিয়েছেন, কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ফোনের এই ফিচার। তবে সেটাও ভাঙতে খুব একটা বেগ পেতে হয়নি হুয়াংকে। খুব সাবধানে ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনে স্ক্যান করতেই ব্যাংকের অ্যাপ খুলে যায়। তার পর সেই অ্যাকাউন্টের পাসোয়ার্ড পরিবর্তন করেন এবং অ্যাকাউন্ট থেকে দেড় লাখ ইয়ুন বা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে সেখান থেকে পালিয়ে যান।


এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন হুয়াংয়ের প্রেমিকা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই কাণ্ডের পেছনে হুয়াংয়ের হাত রয়েছে। তার পরই তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে বিষয়টি উঠলে বিচারক হুয়াংকে ২০ হাজার ইয়ুন বা প্রায় ২৭ লাখ টাকা জরিমানা করেন এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন।

সূত্র: মেইল অনলাইন

 



 

Show all comments
  • MD Akkas ১৪ ডিসেম্বর, ২০২১, ২:০৬ পিএম says : 0
    হিসাব ভুল আছে ।দেড় লাখ ইয়ুন সমান সমান যদি 20 লাখ টাকা হয়। তাহলে 20 হাজার ইয়ুন সমান সমান 27 লাখ টাকা কিভাবে হয়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ