Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ওয়েলফুডকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:৪৬ পিএম

ওয়েলফুড কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারীপণ্য উৎপাদন এবং বাজারজাত করার দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চান্দগাঁও থানার বিসিক কালুরঘাট ভারী শিল্প এলাকায় মূল কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কারখানায় ভোগ্যপণ্য উৎপাদন হচ্ছিল। এ অপরাধে কারখানার বিরুদ্ধে মামলা করা হয় এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে কাজীর দেউরী বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারে পরিচালিত অভিযানে চকবাজারের অভিযানে কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ