মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর দেশটিতে কভিড-১৯ ল্যাব স্থাপনে সেখানে রাশিয়া ভাইরাস বিশেষজ্ঞদের পাঠাবে। ক্রেমলিনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার নেতা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাপোশার সাথে ফোনালাপকালে এ ল্যাব স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি এ সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। এতে আরো বলা হয়, ‘খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকায় ভাইরাস ও মহামারি বিশেষজ্ঞের পাশাপাশি মহামারি সংক্রান্ত একটি স্যানেটারি গবেষণাগার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যাপারে একটি চুক্তি করেছে।’ দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগি শনাক্ত হয় এবং একই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাসের এ ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে দেখা যায়। সারাবিশ্বে ফের করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ক্ষেত্রে নতুন এ ধরন উদ্বেগ সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিশ্বের ৫৪ টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।
সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।