Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল যাওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের

ছাড়পত্র দিলো না সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে যাওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। আশঙ্কাই সত্যি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে ছাড়পত্র দিল না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগেও রোম সফরের সময় অনুমতি দেয়নি নরেন্দ্র মোদির সরকার। এই নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। সংসদে এ নিয়ে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এখন সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে যাওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু সেই সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দিল না। ফলে আবার কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করল বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। নেপালে ১০-১২ ডিসেম্বর একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকার এই নিয়ে তিনবার এমন ঘটনা ঘটালো। আগে রোম সফরে অনুমতি দেয়নি। তারপর চীন সফর বাতিল হয়েছিল বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না মেলায়। আর এবার নেপাল সফরের ক্ষেত্রেও একই ভূমিকা নিল কেন্দ্রীয় সরকার। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। নেপাল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১০-১২ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই কনভেনশন শুরু হচ্ছে। সেখানে শুক্রবারই তার যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি কী কারণে এই ছাড়পত্র মিলল না। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এই নিয়ে শোরগোল শুরু হবে বলে মনে করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা বন্দ্যোপাধ্যায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ