নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব পদে ‘হ্যাটট্রিক’ করতে যাচ্ছেন বরেণ্য সংগঠক সৈয়দ শাহেদ রেজা। এই পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হচ্ছেন তিনি। বিওএ’র আসনড়ব নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল। এদিন বিওএ ভবনস্থ নির্বাচন কমিশনে মোট ২৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। যেখানে মহাসচিব পদে একমাত্র সৈয়দ শাহেদ রেজাই তারা মনোনয়নপত্র জমা দেন। এই পদে একাধিক প্রার্থী না থাকায় তিনিই পুনরায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। ওই দিন শাহেদ রেজা নিজ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে পরের দিন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় টানা তৃতীয়বারের মতো বিওএর মহাসচিব নির্বাচিত হবেন তিনি। অন্য পদের প্রার্থীদেরও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার কথা। সৈয়দ শাহেদ রেজার নেতৃতাধীন প্যানেল থেকে বাদ পরেছেন টানা তিনবারের কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তার জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হতে যাচ্ছেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সস্পাদক একে সরকার। সহ-সভাপতি পদে শেখ বশির আহমেদ মামুন, মাহবুব আরা গিনি, অঞ্জন চৌধুরি পিন্টুর সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জে. (অব.) মইনুল ইসলাম। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপ-মহাসচিব পদে বহাল থাকলেও বাদ পড়ছেন বর্তমান কমিটির আরেক উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। তাকে নতুন কমিটিতে রাখা হয়েছে সদস্য হিসেবে। কোহিনুরের পরিবর্তে উপ-মহাসচিব পদে আসছেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারশেনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নজিব আহমেদও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।