প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
২. সত্যমেব জয়তে ২
৩. ইয়ে মর্দ বেচারা
৪. বান্টি অওর বাবলি ২
৫. সূর্যবংশী
বব বিশ্বাস
বব বিশ্বাস (অভিষেক বচ্চন) একজন স্মৃতিভ্রষ্ট মানুষ। তার স্ত্রী মেরি (চিত্রাঙ্গদা সিং), ছেলে বেনি (রোনিত অরোরা) এবং মেয়ে মিনি (সামারা তিজোরি)। আর বল আগে এক দুর্ঘটনার পর থেকে কোমায় ছিল বব। জ্ঞান ফিরে পেলেও তার স্মৃতি নষ্ট হয়ে যায়। সে এমনকী তার পরিবারের সদস্যদেরও চিনতে ব্যর্থ হয়। মেরি তার জীবনের এই দুঃসময়ে তার পাশে থেকেছে তাই তাকে ভরসা করে সে। বিনি আর মিনির সঙ্গেও তার বন্ধন গড়ে ওঠে। সে জানতে পারে মিনি আসলে মেরির আগের স্বামী ডেভিডের (করুণোদয় জেনজানি) সন্তান। ডেভিড এক দুর্ঘটনায় মারা যায়। একদিন দুই পুলিশ সদস্য যিশু নারাঙ (ভানু উদয় গোস্বামী) আর খরাজ সাহু (বিশ্বনাথ চ্যাটার্জি) ববকে গোপন জায়গায় নিয়ে লুকিয়ে রাখে। তাকে জানায় সে একসময় ভাড়াটে খুনি ছিল, তাদের হয়েই সে একসময় কাজ করেছে। তারা আবার তাকে কাজ দিতে শুরু করে। প্রথমে নিমরাজি হলেও একসময় সে রাজি হয়। তার প্রথম শিকার হবে বুবাই (পুরব কোহলি) এবং রাহুল (কুণাল ভার্মা), এরা দুজনই ব¬ু নামের অবৈধ নিষিদ্ধ ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত। রাহুলকে হত্যা করতে গেলে হঠাৎ করে ববের তার অতীত স্মৃতি মনে পড়তে শুরু করে। সে আরও জানতে পারে ডেভিড দুর্ঘটনায় মারা যায়নি খুন হয়েছে। নতুন মোড় নেয় ববের জীবনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।