Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম

উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

এতে 'এ' ইউনিটে ২০ হাজার ৫৬৮ আবেদনকারীর মধ্যে থেকে গুচ্ছতে ৬৬.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ইত্তাসাম মাহমুদ আবির, ৬৪.৫০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন মুজাহিদ মেহরাব এবং ৬৪.২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন সাবরিনা ইয়াসমিন মিতু। অন্যদিকে, 'বি' ইউনিটে ৯ হাজার ৩২২ আবেদনকারীর মধ্যে থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মো. সগিব ইসলাম, ৮১.২৫ দ্বিতীয় হয়েছেন আলব্রিগিড বাড়ৈ এবং ৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মো. ইয়াসির আরাফাত।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ফলাফলে গুচ্ছতে ৭৯.৫ নম্বর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন ফারহানা খানম, ৭৮.৭৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন সাজিদ হাসান রেজা এবং ৭৭.২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মনিরুজ্জান দিমন।

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা মনোনীত বিষয়ে আগামী ৮ ডিসেম্বর থেকে ভর্তি হতে পারবেন বলে জানানো হয়। এ বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৯২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ