Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়তুল মোকাররমের রাস্তার ওপর পার্ক নির্মাণ জাতির সাথে বেঈমানী করার শামিল -সম্মিলিত ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ৪:৩৩ পিএম | আপডেট : ৫:১৭ পিএম, ৫ ডিসেম্বর, ২০২১

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খান ও মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান আজ রোববার এক যুক্ত বিবৃতিতে বায়তুল মোকাররমের মুসল্লিদের রাস্তার ওপর ক্রীড়া পরিষদের কথিত পার্ক নির্মাণের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা সরকার বিরোধী চক্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বরাবরই সরকারকে বিব্রত করছে। বর্তমানেও জাতীয় ক্রীড়া পরিষদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের রাস্তা বন্ধ করে পার্ক নির্মাণসহ সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে যাহা জাতির সাথে বেঈমানী করার শামিল। নেতৃদ্বয় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বায়তুল মোকাররমের উন্নয়ন ও ইসলামিক ফাউন্ডেশন গঠন করে ইসলামের খেদমত করেছিলেন। নেতৃদ্বয় আরো বলেন, আওয়ামীলীগ সরকারকে ইসলামের সাথে সংঘর্ষে লিপ্ত করার জন্য চক্রটি এহেন কাজে লিপ্ত হয়েছে। তারা উক্ত কাজের তীব্র নিন্দা জানান। তারা প্রধানমন্ত্রীর নিকট জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করে বায়তুল মোকাররমের সৌন্দর্য, পবিত্রতা রক্ষা করা এবং মুসল্লিদের রাস্তার ওপর পার্ক নির্মাণ কাজে জড়িত কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

 



 

Show all comments
  • True Mia ৬ ডিসেম্বর, ২০২১, ২:৪২ এএম says : 0
    If ,,govt allows to establish a park in front of masjid she will be a munafiq in the eye of Almighty Allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ