Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের সাথে চুক্তি করে আমিরাত ও বাহরাইন মুসলিম উম্মাহর সাথে গাদ্দারি করেছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৪ পিএম

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান আজ বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন এবং ইসরাইলের সাথে আমিরাত ও বাহরাইনের চুক্তি স্বাক্ষর ও স্বীকৃতি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মুসলমান ও ঈমানদার হিসেবে ইসলাম বিরোধী শক্তির প্রতি সর্বদা সজাগ থাকা আমাদের প্রয়োজন। আর ইসরাইল নামক অবৈধ ইহুদি রাষ্ট্রটি মুসলমানদের বুকের তাজা রক্তের বন্যা বইয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। ইহুদি রাষ্ট্রের সাথে কথিত শান্তি চুক্তি মুসলিম উম্মাহর মধ্যে অশান্তির সৃষ্টি করবে। ফিলিস্তিনি মুসলমানদের রক্তের হোলিখেলা তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ও বাহরাইন ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দিয়ে চুক্তি স্বাক্ষর করায় ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীন রাষ্ট্র পাওয়া দুস্কর হয়ে পড়বে। তিনি বলেন, ইহুদিদের সাথে চুক্তি করে আমিরাত ও বাহরাইন মুসলিম উম্মাহর সাথে গাদ্দারি করেছে। অবিলম্বে এই কথিত চুক্তি বাতিল করতে হবে।

 

 



 

Show all comments
  • সৈয়দ আদনান ১৬ সেপ্টেম্বর, ২০২০, ২:১২ পিএম says : 0
    যে সকল দেশের রাষ্ট্র প্রধানরা পরগাছা হয়ে ক্ষমতায় আছে তারা তো বিশ্বাস ঘাতক হবেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ