Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৬:৫১ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ৪ ডিসেম্বর, ২০২১

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের খেলা গত বৃহস্পতিবার বাহরাইনের মানামা শহরে শুরু হয়েছে। এ আসরের ব্যাডমিন্টন ডিসিপ্লিনে খেলছে বাংলাদেশ দল। লাল-সবুজদের হয়ে নারায়ণগঞ্জের ইয়ামিন হোসেন ও বাগেরহাটের শর্মী মজুমদার খেলছেন পুরুষ ও নারী একক এবং মিশ্র দ্বৈতে। এশিয়ার ৪৪ দেশের মধ্যে ৩১টি দেশ অংশ নিচ্ছে গেমসের ৯টি ডিসিপ্লিনে। এগুলো হলো- বুচিয়া, পাওয়ার লিফটিং, প্যারা টেবিল টেনিস, প্যারা ব্যাডমিন্টন, প্যারা সুইমিং, গৌলবল, প্যারা তায়কোয়ান্ডো, হুইল চেয়ার বাস্কেটবল ও প্যারা অ্যাথলেটিক্স। বাংলাদেশ দলের সঙ্গে কোচ হিসেবে গেছেন ব্যাডমিন্টনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ