Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেইরাবা-কৃত্তিপর্ণ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৫ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজের পুরুষ এককে মেইরাবা লুয়াং ও নারী এককে থাইল্যান্ডের কৃত্তিপর্ণ জিয়ান্তানেত। রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে মেইরাবা লুয়াং ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টে মালয়েশিয়ার কেন ইয়ন অংকে হারিয়ে এবং নারী এককের ফাইনালে কৃত্তিপর্ণ জিয়ান্তানেত ২১-১২, ১৬-২১ ও ২১-১৬ পয়েন্টে ভারতের ত্রিশা জলিকে হারিয়ে শিরোপা জেতেন। নারী দ্বৈত ইভেন্টে মালয়েশিয়ার চেং সু হুই ও চেং সু ইন জুটি ২১-৮ ও ২১-৭ পয়েন্টে নেপালের জেসিকা গুরুং ও রাসিলা মাহরজন জুটিকে, মিশ্র দ্বৈত ইভেন্টে মালয়েশিয়ার গো বুন ঝে ও চেং সু ইন জুটি ২১-৮ ও ২১-১৭ পয়েন্টে স্বদেশী চং ই জ্যাক ও ওং কিয়াও শি ওদেলিয়া জুটিকে এবং পুরুষ দ্বৈত ইভেন্টে জাস্টিন হো শো উয়ে ও ফাজরিক মোহাম্মদ রাজিফ জুটি ১৩-২১, ২২-২০ ও ২১-১২ পয়েন্টে ইওন ইয়োগিন ইউই ও ঝেন উই অং জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য সচিব ও ফেডারেশনের সভাপতি আবদুল মালেক। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক আমির হোসেন বাহার উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ