নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাপান গেলেন বাংলাদেশ ব্যাডমিন্টনের সাবে জাতীয় চ্যাম্পিয়ন শাটলার ও কোচ এনায়েত উল্লাহ খান। নিপ্পন স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির আমন্ত্রনে দ্বিতীয় দফা দেশটিতে তিনি। এর আগে গত বছরের জুলাই মাসের মাঝামাঝিতে প্রথমবার ব্যাডমিন্টন ওয়ার্কশপে অংশ নিতে জাপান গিয়েছিলেন এনায়েত। আজ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিওতে প্যারা স্পোর্টস ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এই ওয়ার্কশপে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ব্যাডমিন্টন কোচ এনায়েত ও কৃতি রাগবী কর্মকর্তা পাপ্পু লাল মদক। এ কোচিং ওয়ার্কশপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কৃতি খেলোয়াড়র ও সংগঠকদের আমন্ত্রন জানানো হয়। জাপান যাত্রার প্রাক্কালে বৃহস্পতিবার রাতে এনায়েত বলেন, ‘জাপানের এই স্পোর্টস ওয়ার্কশপ আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ন। ২০২০ সালে অলিম্পিকের আসর বসবে জাপানে। সেটিরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় আমরা ওয়ার্কশপে অংশ নিচ্ছি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত। আমাদেরকে মনোনীত করায় ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।