Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট ব্যাডমিন্টন শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৮:১৪ পিএম

নয়টি কর্পোরেট দলকে নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা। ঢাকা অফিসার্স ক্লাবের খেলাঘর হলে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পাদক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সভাপতি রুবাবা দৌলা মতিন ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা, শু্িযটং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু, সাবেক ফুটবলার শেখ মো. আসলাম ও সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এবার ৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এরা হলো-হচ্ছে আকাশ, হামিদ গ্রæপ, বিকাশ, সিটি ব্যাংক, ইউরোপা ফুড এন্ড বেভারেজ, গ্রামীণফোন, নগদ এবং ওয়ালটন গ্রæপ। দলগুলোর হয়ে ৬০ জন পুরুষ ও ২৫ জন নারী শাটলার খেলছেন পুরুষ ও নারী একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ