Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ ব্যান্ডের এক গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ব্যান্ড তারকাদের নিয়ে ব্যাপক আয়োজনে একটি গান তৈরি করেছে বাংলাদেশ ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। বাংলাদেশের ৫০ বছরে মোট ৫০টি ব্যান্ডকে একত্র করে গানটি তৈরি করছে বামবা। সম্প্রতি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে ব্যান্ড তারকাদের মেলা বসে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন, পুরনো ব্যান্ডকে একত্র করছে সংগঠনটি। বামবা থেকে বলা হয়েছে, দেশের জন্য এটা আমাদের বিশেষ নিবেদন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বামবার ৫০টি ব্যান্ড মিলে স¤পূর্ণ নতুন একটি দেশের গান তৈরি করা হচ্ছে। এ গানে অংশগ্রহণ করেছেন ব্যান্ড তারকা মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার থেকে শুরু করে হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিঙ্কন, বেজবাবা সুমন সহ এ প্রজন্মের বহু তারকা। ওসমানী স্টেডিয়ামে গানটির ভিডিও হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের আগেই গানটি মুক্তি পাবে বলে জানিয়েছে বামবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ