Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তর শোবিজের আয়োজনে হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে খ্যাতিমান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, ‘জয় বাংলার জয় উৎসব’ শিরোনামে ব্যতিক্রমি এই অনুষ্ঠানে থাকছে বিশ্বখ্যাত ড্রোন শো। ড্রোন শোয়ের মাধ্যমে দেখানো হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম। পদ্মাসেতু ও মেট্রোরেলসহ দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। বাংলাদেশে এবারই প্রথম কোন ড্রোন শো-এর আয়োজন করা হচ্ছে। সাস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, শাহিন সামাদ, শুভ্রদেব, এই প্রজন্মের সানিয়া সুলতানা লিজা এবং কোনাল। আজ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্ত্রীর এই অনুষ্ঠান। এরই মাধ্যমে শেষ হবে সুবর্ণজয়ন্তীর সমাপনি অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি। সহোযোগিতায় রয়েছে মুক্তযিুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান চলাকালে বিকাল থেকে বন্ধ থাকবে গাড়ি চলাচল। উল্লেখ্য, ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রে স্বপন চৌধুরী বরাবরি চমক দেখিয়েছেন বাংলাদেশে। আদনান সামী, শাহরুখ খান, জুননসহ বিশ্বখ্যাত সুপারস্টারদের কনসার্ট আয়োজন করে তার সাফল্যের সাক্ষর রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্তর শোবিজের আয়োজনে হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ