Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস-এর থিম সংয়ের রচয়িতা আনিসুল ইসলাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’-এর থিম সং লিখেছেন মেজর আনিসুল ইসলাম (অব.)। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই গানে প্রতিপাদ্য দুটো বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। প্রথমত একাত্তরে স্বাধীনতা সংগ্রামে বিজয় অর্জন, দ্বিতীয়ত বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে গানটি রচিত হয়েছে। গানটি গেয়েছেন, সুজন আরিফ, রাফসান মান্নান, পুলক অধিকারী, স্মরণ, স্বর্ণা ও মুকুর। গানটির সুর করেছেন সুজন আরিফ। সঙ্গীত আয়োজন এবং পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটির রচনা প্রসঙ্গে গীতিকার মেজর (অব.) আনিসুল ইসলাম বলেন, পরপর চারটি জাতীয় পরিসরে গান লেখার সুযোগ পেয়েছি বলে নিজেকে সম্মানিত বোধ করছি। এর আগে ২০০৯ ইন্দো-বাংলা গেমস, ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমস, ২০১৮ সালে প্রথম বাংলাদেশ যুব গেমস-এ শীর্ষ সঙ্গীত রচনার সৌভাগ্য আমার হয়েছে। এ জন্য নিজেকে ধন্য মনে করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ