Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন সঙ্গীতশিল্পী মুনতাসির তুষার। এরই মধ্যে প্রায় সবগুলো গানের রেকর্ডিংও স¤পন্ন করেছেন তিনি। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের তারকাশিল্পীরা। এ তালিকায় আছেন, কুমার বিশ্বজিৎ, পপশিল্পী মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ আরও অনেকে। বিভিন্ন গীতিকারের লেখা সবগুলো গানেরই সুর-সংগীত করছেন মুনতাসির তুষার। তিনি বলেন, চলতি বছর ২৬ মার্চে আমি ঘোষণা দিয়েছিলাম, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ৫০টি মৌলিক গান করব। সেই ঘোষণা থেকেই গানগুলো তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমরা প্রায় সবগুলো গানের রেকর্ডিং শেষ করেছি। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। মেহরীন বলেন, খুবই ভালো একটি উদ্যোগ। খুব ভালো লাগছে, দেশের সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পেরে। মুনতাসির তুষার জানান, আগামী মাস থেকে ১০টি করে গান ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। সবগুলো গানই প্রকাশ হবে অক্ষর রেকর্ডসের ব্যানারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ