মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত দ্রুতগতির রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। ২৬৬ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ হ্যাংঝো-তাইঝো রেলপথ নামে পরিচিত। যা পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশে অবস্থিত। রেলপথটি হ্যাংঝো পুর্ব স্টেশনে শুরু হয়ে তাইঝো ওয়েনলিং স্টেশনে গিয়ে শেষ হয়েছে। খবর সিজিটিএন'র।
হ্যাংঝো-তাইঝো রেলপথ নির্মাণে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বছরের ডিসেম্বরে শুরু হয় নির্মাণ কাজ। এই পথে প্রতিটি ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। নতুন এই রেলপথটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ বিলিয়ন ডলার। যারমধ্যে ৫১ শতাংশের মালিকানা রয়েছে ফসুন গ্রুপের। এটি চীনের বেসরকারি বিনিয়োগে আটটি রেলপথ নির্মাণপ্রকল্পের মধ্যে অন্যতম একটি।
বেসরকারি মালিকানাধীন হলেও এই রেলপথে ট্রেন পরিচালনা এবং টিকিট বিক্রির অর্থ সংগ্রহ করবে চায়না রেলওয়ে কর্পোরেশন এবং এর সহযোগী সংস্থাগুলো। এই অর্থ থেকে বিনিয়োগকারীদের ‘লাইন ব্যবহার ফি’ প্রদান করা হবে। সূত্র : সিজিটিএন'র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।