মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান ত্রাণ তহবিলের জব্দ করা অর্থ থেকে ৫০ কোটি ডলারের বেশি ছাড় করার একটি প্রস্তাব চ‚ড়ান্ত করতে তৎপরতা চালাচ্ছে বিশ্বব্যাংক। সংশ্লিষ্ট বিষয়ে অবগত সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অর্থ মানবিক সহায়তা সংস্থাগুলোকে দেওয়া হবে। তবে এতে বঞ্চিত থেকে যাচ্ছে দেশটির হাজার হাজার সরকারি কর্মচারি। প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার অনানুষ্ঠানিক আলোচনায় বসবেন বিশ্বব্যাংক বোর্ড সদস্যরা। আফগানিস্তান রিকন্সট্রাকশন ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) মোট দেড়শ’ কোটি ডলার আটকে রেখেছে বিশ্বব্যাংক। এই অর্থ অন্য কোথাও ছাড় করতে ব্যাংকটির ওপর চাপ বাড়ছে। আফগানিস্তানের তিন কোটি ৯০ লাখ মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। শীতে খাবার সংকটের পাশাপাশি দারিদ্র্য বাড়ছে। আফগান বিশেষজ্ঞরা বলছেন, ওই ত্রাণ সাহায্য করবে কিন্তু বড় ধরনের গ্যাপ থেকে যাবে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো ওই অর্থ কিভাবে পাবে তা স্পষ্ট নয়। এছাড়া সরকারি কর্মীদের ওপরও গুরুত্ব দেওয়া হয়নি বিশ্বব্যাংকের প্রস্তাবে। প্রস্তাবটি অনুমোদিত হলে এই অর্থ মূলত যাবে আফগানিস্তানের জরুরি চিকিৎসা প্রয়োজন মেটাতে। দেশটির সাত শতাংশেরও কম মানুষ করোনার টিকা পেয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।