মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঋণের ভারে জর্জরিত চীনের এভারগ্র্যান্ড গ্রæপের ফুটবল মাঠ বিক্রি করতে চায় দেশটির সরকার। এজন্য মাঠটির নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি যেহেতু দায় মেটাতে পারছে না, তাই মাঠ বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করা হবে। খবর রয়টার্স। এভারগ্র্যান্ডকে এখনো প্রায় ৩০ হাজার কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে, যা আপাতদৃষ্টিতে অসম্ভব। ফলে তাদের মালিকানাধীন গুয়াংজু ফুটবল ক্লাব বিক্রির কথাও ভাবা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মাঠ হিসেবে গুয়াংজু এভারগ্র্যান্ড ফুটবল স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয় গত বছরের এপ্রিলে। এর জন্য ব্যয় ধরা হয়েছিল ১৮৬ কোটি ডলার। ২০২২ সালের শেষ নাগাদ এর কাজ সম্প‚র্ণ হওয়ার কথা ছিল। কিন্তু পুঁজির অভাবে মাঝপথেই কাজ বন্ধ করতে বাধ্য হয় এভারগ্র্যান্ড। প্রায় তিন মাস ধরে প্রকল্পটির কাজ বন্ধ রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।