গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হইতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মশাল মিছিল শুরু হয়ে স্কাউট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিকে মশাল মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তিনি জানান, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি কিছুদূর এগুনোর পর পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।