Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার প্রতিবাদে ঢাকায় নুরদের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৯:৪৬ এএম

বুধবার রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বুধবার রাতে ঢাকায় মশাল মিছিল করেছে সংগঠনটির নেতা কর্মীরা। মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্মআহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।

এতে নুর বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের উপর মামলা, হামলা চালিয়ে কোনঠাসা করে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। তিনি আরো বলেন, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীর হামলার শিকার হয়েছি আমরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশাল মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ