Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৮ পিএম

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মশাল মিছিল করে। মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচিতে সংগঠনটির প্রায় ৫০ জন নেতাকর্মী অংশ নেন।
মশাল মিছিলটি সাড়ে ৭টার দিকে টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচি থেকে অবিলম্বে ছাত্রলীগের হামলাকারী সন্ত্রাসীদের দল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানানো হয়।

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ ইনকিলাবকে বলেন, বিশ্ববিদ্যালয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জায়গা। এখানে ছাত্রলীগের হামলার মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। ক্যাম্পাসে এসব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আমরা এ কর্মসূচি পালন করি।

মশাল মিছিল থেকে বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশাল মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ