Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সিলেটে মশাল মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ২:৩২ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার (২৩নভেম্বর) রাতে এক মশাল মিছিল ও সমাবেশ করেছে সিলেটে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মশাল মিছিলটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টায় এসে শেষ হয়। এ সময নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে নানা শ্লোগান দেয়। এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে নইলে সিলেটসহ সারাদেশ অচল করে দেওয়া হবে। আজ যেভাবে সিলেটে মশাল মিছিল হয়েছে, তা সারাদেশে ছড়িয়ে পড়বে। মশাল মিছিল শেষে সমাবেশে সাবেক ছাত্র দলনেতা ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলনেতা আব্দুস সালাম টিপুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম সুমন, আনোয়ার হোসেন সুজন,এস রহমান সায়েফ,জয়দ্বীপ চৌধুরী মাধব, আদিল আহমদ রিমন,আজহার আলী অনিক, ফয়জুর রহমান, মোঃ আলী, কামাল হোসেন, সাইদুর রহমান সাইদ, মকবুল হোসেন, ইবনে জাহান তানভীর, মেহরাজ ভূইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, মোঃ আলী,কামাল হোসেন, কাওসার আহমেদ চৌধুরী, খায়রুল ইসলাম, জয়নাল আবেদীন রাহেল, মাহমুদুল হাসান, কামরান উদ্দিন অপু, ফয়সল আহমদ, পারভেজ আহমেদ, আশিকুর রহমান তারেক, মুস্তাফিজুর রহমান মুসতাক, জুম্মান আহমদ, এরশাদ আহমেদ, আমির আহমেদ, সেলিম হোসেন, আবির বক্স, মমিনুর রহমান, ফয়সল আহমেদ, হারুন আহমেদ, সজীব তালুকদার, সোহানুর রহমান সোহান, জহির আহমেদ বনি, ফাহাদ আহমেদ, নাজিম আহমেদ, মুসলেক আহমেদ, সাজু মিয়া, শিপার মিয়া, সাগর আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশাল মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ