প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. সূর্যবংশী
২. বান্টি অওর বাবলি ২
৩. বেখুদি
৪. ভাবাই
৫. থালাইভি
বান্টি অওর বাবলি ২
বরুণ ভি. শর্মা পরিচালিত কমেডি ফিল্ম। শাদ আলি পরিচালিত ২০০৬ সালের ফিল্মের সরাসরি সিকুয়েল।
১৫ বছর হয়ে গেছে প্রতারক জুটি বান্টি আর বাবলি, যারা বান্টি অওর বাবলি নামে সমধিক কুখ্যাত রাকেশ (সাইফ আলি খান) এবং বিম্মি ত্রিবেদী (রানি মুখার্জি), শেষবার লোক ঠকিয়েছে। তারা এখন শহরতলীতে থাকে। রাকেশ এখন রেলের টিকিট কালেক্টর আর বিম্মি মধ্যবিত্ত এক গৃহবধূ। উত্তর প্রদেশের পুরসাতগঞ্জের রেলওয়ে কলোনিতে স্বাভাবিক নিস্তরঙ্গ জীবন কাটছিল তাদের। তাতের জীবনধারা বদলে দিতে দৃশ্যপটে প্রবেশ করে কুণাল (সিদ্ধান্ত চতুর্বেদী) আর সোনিয়া (শর্বরী ভাঘ); এরা দুজনই প্রকৌশলে শিক্ষিত, কিন্তু সহজে অর্থ উপার্জনের জন্য প্রতারণাকে পেশা হিসেবে নিয়েছে; সমস্যা হল তারা নাম নিয়েছে বান্টি আর বাবলির। স্বাভাবিকভাবেই প্রতারণার কথা প্রকাশ পেলে পুলিশ এসে পাকড়াও করে আসল বাবলি আর বান্টিকে। ইনস্পেক্টর জটায়ু সিংয়ের কাছে প্রমাণ করতে হবে এগুলো তাদের কাজ নয় বরং নকল বান্টি আর বাবলির কাজ, এছাড়া নিজেদের নাম রক্ষার জন্যও তাদের নকল বান্টি আর বাবলির হদিস করতে নেমে পড়ে দুজন। শেষ পর্যন্ত তারা কি সফল হবে? নাকি নতুন বান্টি আর বাবলি তাদের চেয়ে বেশি ধূর্ত?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।