Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলা নিহত অন্তত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ওয়াকেশায় বড়দিনের এক প্যারেডের ভিতর গাড়ি চালিয়ে দেয়া হয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। ওয়াকিশা-তে বার্ষিক প্রথা মেনে রোববার চলছিল ক্রিসমাস প্যারেড়। সেখানেই একটি এসইউভি দ্রুতবেগে ধেয়ে আসে। প্যারেডে অংশগ্রহণকারী মানুষদের ধাক্কা মেরে চলে যায় সেই গাড়ি।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ প্রধান বলেছেন, লাল রঙের একটি এসইউভি-র চালক এই কাণ্ড করেছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে অনলাইনে। তাতে দেখা যায়, একটি লাল রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ওই শহরের প্যারেডের ভিতর চালিয়ে দেয়া হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা ঘটনার সময় পুরো রাস্তাজুড়ে দৌড়াদৌড়ি করেন। তারা লোকজনকে দোকানের ভিতরে আশ্রয় নিতে অনুরোধ করেন। একজন নারী ফক্স৬ টিভি স্টেশনকে বলেছেন, ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েরা প্যারেডে নাচছিল। গাড়িটি গিয়ে তাদেরকে আঘাত করে। একজন কর্মকর্তা বলেছেন ওয়াকেশার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শহরের মিলওয়াকির পশ্চিমে স্থানীয় সময় রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে। পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেছেন, গাড়িটি শিশুসহ কমপক্ষে ২০ জনকে আঘাত করেছে। এতে কিছু মানুষ নিহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত তিনি নিহতদের নাম, পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। স্থানীয় অধিবাসী অ্যাঞ্জেলিটো টেনোরিও স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, প্যারেডে অংশ নিয়ে সেখান থেকে সবেমাত্র তিনি বেরিয়ে এসেছেন, এমন সময়ে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি দেখলাম একটা এসইউভি। প্যারেডের কাছে এসেই পূর্ণাঙ্গ গতিতে তা প্যারেডের ভিতর ঢুকে যাচ্ছে। তারপর শুধু শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দ। আর্তনাদ। গাড়িটিতে আটকা পড়েছেন এমন মানুষের আর্তনাদ।

ড্যান থম্পসন বলেছেন, তার অফিসাররা সন্দেহজনক একটি গাড়ি উদ্ধার করেছে এবং এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। তবে এ সম্পর্কেও তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তদন্ত একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। তবে তিনি বলেছেন, ওই গাড়িটিকে থামাতে গুলি ছুড়তে হয়েছে পুলিশকে। তাদেরকে তদন্তে সাহায্য করছে এফবিআই। অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্টিভেন হাওয়ার্ড সাংবাদিকদের বলেছেন, ঘটনার পর ১২টি শিশু এবং ১১ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়েছে। পরে শহরের পুলিশ বিভাগ থেকে বলা হয়েছে, ওয়াকেশায় সব সরকারি স্কুল সোমবার বন্ধ থাকবে। শহরটির মেয়র শন রেলি বলেছেন, এ শহরের জন্য এটা এক বেদনার সময়। এই বিবেকবর্জিত কর্মকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের সবার জন্য আমার প্রার্থনা। উইসকনসিনের গভর্নর টনি এভারস টুইটে বলেছেন, ওয়াকেশা ঘটনায় তিনি এবং তার স্ত্রী প্রার্থনা করছেন। সূত্র : এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ