Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে মশাল মিছিল করলো বিএনপি

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৮:৪৮ পিএম | আপডেট : ৮:৫০ পিএম, ২২ নভেম্বর, ২০২১

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি প্রদানের দাবীতে ছাতকে মশাল মিছিল করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ছাতক পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাস্টার ফজলুল করিম বকুল, সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছু, পৌর কাউন্সিলর, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, যুবদল নেতা সাজ্জাদ হোসাইন, আলী আশরাফ তাহিদ, লিজন তালুকদার, জগলু মিয়া, জহির উদ্দিন, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, ছাত্রদল নেতা মাহবুব আহমেদ, ইমদাদুর রহমান ইমন, আবদুল বাকী মুহিত, আতাউর রহমান সোহাগ প্রমুখ।

মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, জাহেদুল ইসলাম আহবাব, আতাউর রহমান এমরান, সাবেক মেম্বার আজহার আলী, আবদুল আউয়াল, সাবেক মেম্বার মনির উদ্দিন, সাবেক মেম্বার বাবুল মিয়া, তাজুল ইসলাম তালুকদার, হিরা মিয়া, আঙ্গুর মিয়া, আলী হোসেন গেদা, মোস্তাব আলী, যুবদল নেতা আবদুল কাইয়ুম, এমরান আহমদ, হেলাল আহমেদ, সুলতান মাহমুদ, দিলোয়ার ইসলাম, এনামুল হক, রাকিব মজনু, কামাল উদ্দিন, আবদুল ওদুদ, মানিক মিয়া, ইলিয়াছ আহমেদ, মুহিব আহমদ, আবদুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, কুতুব উদ্দিন শ্রমিকদলের ইকবাল হোসেন, আবদুল সোবহান, মিন্টু ঘোষ, মোজাম্মেল হক রুহেল, ফেরদৌস আহমেদ বাবুল, মোহাম্মদ লাল মিয়া, মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের সুলেমান মিয়া, তোফায়েল খান রিপন, খলিল আহমদ, আলাল মিয়া, সাইফুল ইসলাম, মতিউর রহমান, আশরাফ হোসেন, এমডি রাজু, ছাত্রদলের আবদুল আজিজ ফয়সল, জয়নাল আবেদীন, সৈয়দ মেহেদী, সাচ্ছা আবেদীন, কাওছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ